ফের করোনার থাবা কলকাতা পুলিসে, মৃত্যু চারু মার্কেট থানার কনস্টেবলের | Corona: Death of a constable of Charu Market police station – Zee ২৪ ঘণ্টা

কলকাতা নিউজ

নিজস্ব প্রতিবেদন: করোনায় আক্রান্ত হয়ে বাংলার আরও এক পুলিস কনস্টেবলের মৃত্যু হল।

দেবেন্দ্রনাথ তিরকি (৪৯) নামে ওই কনস্টেবল কলকাতার চারু মার্কেট থানায় কর্মরত ছিলেন। করোনা পজিটিভ অবস্থায় সম্প্রতি তিনি কলকাতার একটি হাসপাতালে ভর্তি ছিলেন। মঙ্গলবার ভোরে সেখানেই তাঁর মৃত্যু হয়। একেবারে সামনের সারিতে থেকে করোনার বিরুদ্ধে লড়ছিলেন এই কোভিড যোদ্ধা।

গত রবিবারই মৃত্যু হয় কলকাতা ট্রাফিক পুলিসের ইকুইপমেন্ট সেলে অফিসার-ইন-চার্জ অভিজ্ঞান মুখোপাধ্যায়ের। এরপর সোমবার মৃত্যু হয় হেস্টিংস থানার কনস্টেবল কৃষ্ণকান্ত বর্মণের। শেষে মঙ্গলবার ভোরে মৃত্যু হল চারু মার্কেট থানার কনস্টেবল দেবেন্দ্রনাথ তিরকির।

আরও পড়ুন: পাঁচ বছর বয়সেই চোখের সামনে দেখল বাবা-মায়ের সম্পর্কের ঘৃণ্য দৃশ্য! প্রকাশ্যে জানাল সেকথা

করোনার বিরুদ্ধে লড়াইয়ে চিকিত্সক, স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি পুলিস একেবারে সামনের সারিয়ে দাঁড়িয়ে লড়াই করছে। পর পর এই তিন কর্মীর মৃত্যুতে কলকাতা পুলিসের মনোবলে বেশ ভালও ধাক্কা লেগেছে বলে অনেকেরই অভিমত।

Source: https://zeenews.india.com/bengali/kolkata/corona-death-of-a-constable-of-charu-market-police-station_329550.html