করোনায় কাবু কলকাতার সিবিআই কর্তা – Indian Express Bangla

কলকাতা নিউজ

সিবিআই-এর ঘরে এবার হানা দিল করোনা। কলকাতায় নিজাম প্য়ালেসে সিবিআই দফতরে ডিআইজি পদের এক আধিকারিকের শরীরে মিলেছে কোভিড ১৯। ওই সিবিআই আধিকারিকের করোনা পরীক্ষার ফল পজিটিভ মিলেছে সোমবার, সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে। অন্য়দিকে, আরও ১১ জন কলকাতা পুলিশ কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে কলকাতা পুলিশে মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে হয়েছে ২১৭।

কলকাতা পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, ”আক্রান্ত ১১ জন পুলিশ কর্মী কমব্য়াট ফোর্স, পিটিএসের। এখনও পর্যন্ত কলকাতা পুলিশের মোট ২১৭ জন কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন”। উল্লেখ্য়, এর আগে, গড়ফা থানার ১৭ জন কর্মীর দেহে মিলেছিল ভাইরাস। গত শনিবার করোনায় আক্রান্ত হয়ে শেক্সপিয়র সরণি থানার এক কনস্টেবলের মৃত্য়ু হয়েছে।

আরও পড়ুন: গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনায় আক্রান্ত ৩৭২, মৃত আরও ১০

এদিকে, গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে নতুন করে ৩৭২ জনের শরীরে মিলেছে কোভিড ১৯। গত ২৪ ঘণ্টায় ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলায় আরও ১০ জনের মৃত্য়ু হয়েছে। এ নিয়ে রাজ্য়ে করোনায় মৃত বেড়ে হয়েছে ৪১৫, মঙ্গলবার রাজ্য় স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে এমনটাই জানা যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় যে ১০ জনের মৃত্য়ু হয়েছে, তার মধ্য়ে কলকাতায় মৃত ৫, হাওড়ায় মৃত ৩ ও দুই ২৪ পরগনায় ১ জনের মৃত্য়ু হয়েছে।

বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে হয়েছে ৮ হাজার ৯৮৫। মঙ্গলবার পর্যন্ত রাজ্য়ে করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া বেড়ে হয়েছে ৪ হাজার ৯৫০। বাংলায় করোনা মুক্ত হয়েছেন ৩ হাজার ৬২০ জন। সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড ১৯ অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ১৫৪৮। এরপরই রয়েছে হাওড়া (৯০৮), উত্তর ২৪ পরগনা (৭১৬), হুগলি (৪১৬),দক্ষিণ ২৪ পরগনা (১৯১)।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Get all the Latest Bengali News and West Bengal News at Indian Express Bangla. You can also catch all the Kolkata News in Bangla by following us on Twitter and Facebook

Source: https://bengali.indianexpress.com/kolkata-news/cbi-officer-11-police-officers-test-positive-kolkata-coronavirus-230343/