বাংলায় করোনার বাড়বাড়ন্ত, সংক্রমণের নিরিখে শীর্ষে কলকাতা – Indian Express Bangla

কলকাতা নিউজ

বাংলায় রেকর্ড হারে বাড়ছে করোনার সংক্রমণ। বৃহস্পতিবার পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে হয়েছে ৬ হাজার ৮৭৬। রাজ্য়ে করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া বেড়ে হয়েছে ৩ হাজার ৭৫৩। বাংলায় করোনা মুক্ত হয়েছেন ২ হাজার ৭৬৮ জন।

অন্য়দিকে, গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে নতুন করে ৩৬৮ জনের শরীরে মিলেছে কোভিড ১৯। গত ২৪ ঘণ্টায় ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলায় আরও ১০ জনের মৃত্য়ু হয়েছে। এ নিয়ে রাজ্য়ে করোনায় মৃত বেড়ে হয়েছে ২৮৩, বৃহস্পতিবার রাজ্য় স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে এমনটাই জানা যাচ্ছে

সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড ১৯ অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ১২৫৮। এরপরই রয়েছে হাওড়া (৭৫৫), উত্তর ২৪ পরগনা (৫৪৫), হুগলি (২৫৩),দক্ষিণ ২৪ পরগনা (১২২)।

আরও পড়ুন: বাংলার বড় খবর: আমফান বিধ্বস্ত সন্দেশখালি-পাথরপ্রতিমা পরিদর্শনে কেন্দ্রীয় দল, রাজ্য শিক্ষা দফতরকে কটাক্ষ দিলীপের, নেতাজী প্রপৌত্রের অনুযোগ

স্বাস্থ্য় দফতর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ৯ হাজার ৬০৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ২ লক্ষ ৪১ হাজার ৮৩১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্য়ে করোনায় সুস্থতার হার ৪০.২৫ শতাংশ। রাজ্য়ে মোট ৬৯টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্য়ে সরকারি কোভিড হাসপাতালের সংখ্য়া ১৬, বেসরকারি হাসপাতালের সংখ্য়া ৫৩। মোট কোভিড বেডের সংখ্য়া ৮ হাজার ৭৮৫, মোট আইসিউ বেডের সংখ্য়া ৯২০। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ৩৯২টি। রাজ্য়ে মোট ৫৮২টি সরকারি কোয়ারেন্টিন সেন্টার রয়েছে।

এদিকে, করোনা সংক্রমণে নয়া রেকর্ড গড়ল ভারত। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৯ হাজার ৮৫১ জনের শরীরে ভাইরাস মিলেছে। সবমিলিয়ে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে হয়েছে ২ লক্ষ ২৬ হাজার ৭৭০। দেশে করোনায় মৃতের সংখ্য়া বেড়ে হয়েছে ৬ হাজার ৩৪৮। ভারতে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ১ লক্ষ ৯ হাজার ৪৬১ জন।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Get all the Latest Bengali News and West Bengal News at Indian Express Bangla. You can also catch all the West-bengal News in Bangla by following us on Twitter and Facebook

Source: https://bengali.indianexpress.com/west-bengal/coronavirus-latest-updates-west-bengal-5-june-2020-live-updates-kolkata-covid-19-228375/