ধেয়ে আসছে ঝড়বৃষ্টি, সংক্রান্তি থেকেই ভাসবে কলকাতা-সহ গোটা বাংলা – News18 বাংলা

কলকাতা নিউজ
এবার পয়লা বৈশাখ কাটবে ঝড়বৃষ্টিতেই?

আবহবিদদের মতে, কিছুক্ষণের মধ্যেই কলকাতা-সহ গোটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গেই ব্রজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

  • Share this:

#কলকাতা: আগামী ৪৮ ঘণ্টায় কলকাতায় প্রবল বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। শুধু তাই নয়. আবহবিদদের  মতে, কিছুক্ষণের মধ্যেই কলকাতা-সহ গোটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গেই ব্রজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী  ২৪ ঘণ্টায় উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা , পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ -সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে সোমবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা বেশি।

বাংলা নববর্ষের প্রথম দিনেও অর্থাৎ ১৪ এপ্রিল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম মুর্শিদাবাদে। পরের দিন অর্থাৎ ১৫ এপ্রিল বুধবারও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভা রয়েছে। পরের দিন, বৃহস্পতিবার ও বেশ কয়েকটি জেলায় ভাসবে বলে মনে করছে হাওয়া অফিস।

নববর্ষের আগে থেকেই দফায় দফায় ঝড় বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে। নববর্ষের সময়েও এর খুব ব্যতিক্রম হবে না। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ঝড় বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথায় বলছেন বিশেষজ্ঞরা। তাঁদের মত,  ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে দার্জিলিং-সহ বেশ কয়েকটি জেলায়।


First published:
April 12, 2020, 5:29 PM IST

পুরো খবর পড়ুন

Source: https://bengali.news18.com/news/north-bengal/weather-forecast-of-the-day-experts-preditcs-rain-to-hit-kolkata-a-nd-surroundings-akd-436648.html