BREAKING: সোমবার বিকেল থেকে লকডাউন কলকাতা – News18 বাংলা

কলকাতা নিউজ

করোনা সংক্রমণ আরও ভয়ঙ্কর হয়ে ওঠা থেকে ঠেকাতে কলকাতা সহ সমস্ত রাজ্যের সমস্ত পুরশহরগুলিতেও লকডাউন হতে পারে ৷

  • Share this:

#কলকাতা: যেমনটা আশঙ্কা ছিল তার থেকেও ভয়ঙ্কর রূপ নিচ্ছে করোনা সংক্রমণ ৷ করোনা ভাইরাসের দাপট মোকাবিলায় লকডাউন হতে চলেছে কলকাতা ৷ সোমবার বিকেল থেকে ৩১ মার্চ পর্যন্ত কলকাতায় সমস্ত কিছু বন্ধ রাখার প্রস্তাব দেয় কেন্দ্র ৷ সেই প্রস্তাব অনুসারেই সোমবার বিকেল পাঁচটা থেকে কলকাতা লকডাউন করার সিদ্ধান্ত রাজ্য সরকারের ৷ আপাতত ২৭ মার্চ পর্যন্ত চলবে লকডাউন বিজ্ঞপ্তি দিয়ে জানাল রাজ্য় সরকার ৷

করোনা সংক্রমণ আরও ভয়ঙ্কর হয়ে ওঠা থেকে ঠেকাতে কলকাতা সহ সমস্ত রাজ্যের ২৩টি জেলা সদরে লকডাউনের সিদ্ধান্ত ৷ ছাড় দেওয়া হবে শুধু জরুরি পরিষেবাকে ৷ মিলবে সমস্ত অত্যাবশকীয় পরিষেবা ৷ খোলা থাকবে হাসপাতাল, ওষুধ দোকান, প্যাথলজি ল্য়াব ৷ চালু থাকবে দুধ ও জল সরবরাহ ৷ লকডাউনের আওতার বাইরে রেশন দোকান ও মুদির দোকান ৷

কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা চার ৷ এরমধ্য়ে তিনজন নাগরিকের বিদেশ থেকে আসলেও চতুর্থ আক্রান্ত ব্য়ক্তি কখনই বিদেশ যাননি ৷ ভারতে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে ৷ এই মুহূর্তে ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩২৪ জন মানুষ ৷ তবে রবিবার ভারতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৬ ৷ করোনায় আক্রান্ত হয়ে রবিবার প্রাণ গেল মহারাষ্ট্রের ৫৬ বছরের এক ব্যক্তির ৷ মহারাষ্ট্রে এই নিয়ে দু’জন ব্যক্তি করোনার কোপে মারা গেলেন ৷ এই রাজ্যেই ১০ জন আরও করোনায় আক্রান্ত হয়েছে ৷ যার মধ্যে ৬ জন মুম্বইয়ের ও ৪ জন পুণের ৷ ইতিমধ্যেই মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭৪ ৷

ভারতে এখনও পর্যন্ত করোনায় সুস্থ ২৪ জন ৷ ভাইরাস মোকাবিলায় কার্যত লকডাউন রাজস্থান, মহারাষ্ট্র এবং পঞ্জাব ৷ বিহার, ওড়িশায় আংশিক লকডাউন করা হয়েছে ৷ এদিকে ভারতে করোনায় মৃত বেড়ে ৬ ৷ ফের মহারাষ্ট্রে করোনা আক্রান্তের মৃত্যু হল রবিবার ৷ মুম্বইয়ে এই নিয়ে দ্বিতীয় করোনা আক্রান্তের মৃত্যু হল ৷


First published:
March 22, 2020, 3:04 PM IST

পুরো খবর পড়ুন

Source: https://bengali.news18.com/news/kolkata/total-lockdown-ordered-in-75-districts-with-kolkata-center-propose-ed-425795.html