- দোলের দিন চিৎপুরে আক্রান্ত হন খোদ পুলিশকর্মীই। কিন্তু মোটের কলকাতা দেখল শান্তিপূর্ণ দোল উৎসব।
- অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশকেও সতর্ক থাকার নির্দেশ দিয়েছিলন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা।
- ট্র্যাফিক আইনের অন্যান্য অভিযোগে ৪০০ জন গ্রেফতার হন। সোম ও মঙ্গলবার অভব্য আচরণের অভিযোগে গ্রেফতার করা হয় ৭৬০ জনকে।
দিল্লি হিংসার পর থেকেই কলকাতায় দোল নিয়ে আশঙ্কা ছিল। সংবাদমাধ্যমে শান্তিপূর্ণ দোল কাটাতে বারবার অনুরোধ করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। কোনও প্ররোচনায় কেউ যাতে পা না দেন, তার জন্য বারবার অনুরোধ করেছিলেন তিনি। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশকেও সতর্ক থাকার নির্দেশ দিয়েছিলন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা।
এমনকী শান্তিপূর্ণ দোলের জন্য দু’দিন আগে থেকে শুরু হয়েছিল নাকা চেকিং। দোল ও হোলির শহরের আনাচেকানাচে ছিল পুলিশ। রাস্তায় নামেন লালবাজারে শীর্ষ কর্তারাও। মদ খেয়ে গাড়ি চালানোর অভিযোগ এই দুদিন বারেবারে ওঠে। তাই মদ্যপ চালকদের ধরতে অভিযানে নেমেছিলেন ট্র্যাফিক পুলিশের কর্মীরা। দোলের দিনই কলকাতার বিভিন্ন এলাকা থেকে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগের গ্রেফতার করা হয় অন্ততপক্ষে ৩৫ জনকে। এ ছাড়া, ট্র্যাফিক আইনের অন্যান্য অভিযোগে ৪০০ জন গ্রেফতার হন। সোম ও মঙ্গলবার অভব্য আচরণের অভিযোগে গ্রেফতার করা হয় ৭৬০ জনকে।
যদিও ট্র্যাফিকের ডিউটি করতে গিয়েই দোলের দিন শ্যামবাজার ট্র্যাফিক গার্ডের সার্জেন্ট সাগর সরকার। অভিযোগ, ট্র্যাফিক আইন অমান্য করে যাওয়ার চেষ্টা করলে তিনি একটি গাড়িকে আটকান। তখনই তার উপর হামলা চালায় গাড়িতে থাকা কয়েকজন। অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ।
Source: https://eisamay.indiatimes.com/west-bengal-news/kolkata-news/kolkata-police-peacefully-tackle-law-and-order-situation-during-holi/articleshow/74566669.cms