‘রিবুট কলকাতা’ কি শহরকে পুনরুজ্জীবিত করার আড়ালে বিজেপির প্রচার কৌশল – Anandabazar Patrika

কলকাতা নিউজ
Reboot Kolkata: Is this a surrogate campaign of BJP before the 2020 municipal elections dgtl – Anandabazar

  • ঋত্বিক দাস

সব খবর প্রতি সকালে আপনার ইনবক্সে

এই প্রচার অভিযানের কিছু টুকরো ছবি

Advertisement

ফেসবুকে হাজারো পেজের মাঝে হঠাৎ করেই কিছু দিন ধরে উঁকি দিচ্ছে— রিবুট কলকাতা। ফেসবুক ফিডে মাঝে মধ্যেই ভেসে উঠছে এই পেজের বিজ্ঞাপন। কুমোরটুলি, হলুদ ট্যাক্সি, ট্রাম, টানা রিকশা— কলকাতার সমার্থক এমনই নানা ছবিতে সাজানো সেই বিজ্ঞাপন বেশ স্মার্ট, ঝকঝকে। কলকাতার নাগরিকদের নানা সমস্যার কথাও পেজটিতে আছে। তবে, কোথাও কোনও রাজনৈতিক সংযোগের ছাপ নেই।

 

কিন্তু সে সব বিজ্ঞাপনে ক্লিক করতেই খুলে যায় একটি ওয়েবসাইট। তার নাম রিবুট কলকাতা ডট কম। ওয়েবসাইটের ক্যাচ লাইন: ‘লেট আস রাইজ আপ, রেইজ আওয়ার ভয়েস অ্যান্ড রিভাইটালাইজ আওয়ার সিটি অব জয়’। তার মানে ঝিমিয়ে পড়া এই শহরে নতুন প্রাণের সঞ্চার করাটাই এদের উদ্দেশ্য। মূলত আটটি সমস্যার কথা বলা হয়েছে সেখানে— নারী সুরক্ষা, বিদ্যুতের মাসুল, কলকাতার সংস্কৃতি, কলকাতার শিল্পক্ষেত্র, সুসংহত আইনশৃঙ্খলা, পরিকাঠামো, জলসঙ্কট এবং পরিবেশ। এগুলির সঙ্গে জুড়ে থাকা নানা সমস্যার সমাধানে নতুন আইডিয়া নিয়ে এগিয়ে আসতে বলা হচ্ছে কলকাতার যুব সমাজকে। সেটা নতুন কোনও প্রকল্পের ভাবনা হতে পারে অথবা কোনও ব্যবসা শুরুর পরিকল্পনা। ১৮ থেকে ২৫ বছরের তরুণ-তরুণীদের এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার ডাক দেওয়া হচ্ছে।

 

এ পর্যন্ত সবই ঠিকঠাক ছিল। কিন্তু, এই ওয়েবসাইটে যে ফোন নম্বরটিতে মিসড কল দেওয়ার কথা বলা হয়েছে, সেটি দেখেই অনেকের খটকা লাগছে। ৯২২৭০৯২২৭০ নম্বরটা চেনা চেনা লাগছে অনেকের। গত বছর লোকসভা নির্বাচনের কিছু দিন আগে নরেন্দ্র মোদীকে আবার প্রধানমন্ত্রী বানাতে ‘নেশন উইদ নমো’ নামে একটি প্রচারাভিযান চালিয়েছিল বিজেপি। সেই ক্যাম্পেনের ফোন নম্বর ছিল এটাই। তা হলে কি পুরভোটের ঠিক আগে এটা বেনামে বিজেপিরই প্রচারাভিযান? তৃণমূলের দাবি তেমনটাই। শাসক দলের এক সাংসদ বললেন, ‘‘এটা রিবুট নয় রিঝুট। একটু খোঁজ নিলেই জানবেন এর টাকা কোথা থেকে আসছে। আসলে ওরা (বিজেপি) সব সময়েই লুকিয়ে প্রচার চালাতেই পছন্দ করে। আমাদের যা কিছু হয়, দিনের আলোর মতো পরিষ্কার, তা সে দিদিকে বলোই হোক কিংবা সদ্য সামনে আসা বাংলার গর্ব ক্যাম্পেন।’’

 

 

আর বিজেপি কী বলছে? রাজ্য বিজেপির আইটি সেলের প্রধান উজ্জ্বল পারেখ খোলাখুলি এমন কোনও পেজ চালানোর কথা অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, বিজেপি লুকোচুরি করে কিছু করে না। তাই পুরভোটের আগে ‘আর নয় অন্যায়’ ক্যাম্পেনেই তাঁরা মন দিতে চান। তা হলে ‘নেশন উইদ নমো’ ক্যাম্পেনের সঙ্গে কী ভাবে মিলে যায় ‘রিবুট কলকাতা’র ফোন নম্বর? উজ্জ্বল বলেন, ‘‘এই ধরনের নম্বর সংশ্লিষ্ট এজেন্সির থেকে ভাড়া নেওয়া হয়। প্রচার শেষ হতে ছেড়ে দেওয়া হয় সেই নম্বর। হতেই পারে সেই একই নম্বর ভাড়া নিয়েছে রিবুট কলকাতা।’’

 

শুধু কলকাতার কথা ভেবেই কি এই ফেসবুকের পাতা বা ওয়েবসাইট, না কি পুর ভোটের আগে বেশ পরিকল্পনা করেই সাজানো হয়েছে গোটা কৌশল? যে হেতু সদ্য কলেজ, বিশ্ববিদ্যালয় পাশ করা ছেলেমেয়েরাই এই ওয়েবসাইটের টার্গেট, তাই যোগাযোগ করা হয়েছিল বিজেপি-র যুব মোর্চার সঙ্গেও। তারদেরও দাবি, এর সঙ্গে তারা যুক্ত নয়।

 

শেয়ার করুন

শেয়ার করুন

সবাই যা পড়ছেন

Advertisement

সব খবর প্রতি সকালে আপনার ইনবক্সে

আরও পড়ুন

আরও খবর

সবাই যা পড়ছেন

আরও পড়ুন

Source: https://www.anandabazar.com/calcutta/reboot-kolkata-is-this-a-surrogate-campaign-of-bjp-before-the-2020-municipal-elections-dgtl-1.1119325