সকালে গিয়ে বিকেলে ফিরুন! জলপথেই এবার কলকাতা-গঙ্গাসাগর – এই সময়

কলকাতা নিউজ
FOLLOW US ON
হাইলাইটস

  • যাঁরা সুন্দরবনে যেতে চান, তাঁদেরকে নামানো হবে নামখানায়।
  • আবার বিকেলে ফিরতি পথে গঙ্গাসাগর থেকে যাত্রা শুরু করবে এবং সন্ধ্যার মধ্যে কলকাতায় ফিরে আসবে।
এই সময় ডিজিটাল এক্সক্লিউসিভ

সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার- এ প্রবাদ এখনও ফেরে লোকমুখে। সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে সেই দুর্নাম ঘুঁচলেও কপিল মুনির দর্শন পেতে এখনও মানুষকে রীতিমতো হ্যাপা পোহাতে হয়। সড়কপথে যেতে সময় লাগে ছয়-সাত ঘণ্টা। তবে এখন থেকে মাত্র তিন থেকে সাড়ে তিন ঘণ্টায় জলপথে সোজা পৌছে যাবেন গঙ্গাসাগরে। সেই লক্ষ্যে শুক্রবার থেকে কলকাতা-গঙ্গাসাগর জাহাজ সার্ভিসের সূচনা হল।

গঙ্গার দুই পাড়ের নৈসর্গিক দৃশ্য দেখতে দেখতে পৌছে যাবেন গঙ্গাসাগর তীর্থ ক্ষেত্রে। সাধারণ ক্লাসের জন্য মাথাপিছু ভাড়া ₹১ হাজার টাকা। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এই জাহাজে রয়েছে সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা। রোজ সকাল সাতটায় কলকাতা থেকে জাহাজ ছাড়বে। গঙ্গাসাগরে পৌছবে ১০-১০.৩০টার মধ্যেই। যাঁরা সুন্দরবনে যেতে চান, তাঁদেরকে নামানো হবে নামখানায়। আবার বিকেলে ফিরতি পথে গঙ্গাসাগর থেকে যাত্রা শুরু করবে এবং সন্ধ্যার মধ্যে কলকাতায় ফিরে আসবে।

এর সুবাদে আগামীদিনে গঙ্গাসাগর এবং সুন্দরবনে পর্যটকের সংখ্যা বাড়বে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

image

নয়া উদ্যোগ নিয়ে আশাবাদী জাহাজ-মালিক অঞ্জন সিনহা বলেন, ‘আগে গঙ্গাসাগরে পৌঁছতে মাল্টি-মোডের উপর নির্ভর করতে হত। সময় লাগত অনেক। তার পরিবর্তন ঘটিয়ে বর্তমানে আমরা সেই সময় অনেকটাই কমিয়ে আনতে পেরেছি। জাহাজটি মালয়েশিয়া থেকে আনা হয়েছে। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ৪০ কিলোমিটার। আমরা ৩০ কিলোমিটার/ঘণ্টায় চালাব। এর ফলে একইদিনে গঙ্গাসাগর ঘুরে আসতে পারবেন।’ জাহাজের ভিতরে স্ন্যাক্সের ব্যবস্থাও থাকবে। আরও জানা গেছে, ‘আপাতত সপ্তাহে ৩-৪ দিন চলবে জাহাজটি। পরে চাহিদা অনুযায়ী তা বাড়ানো হবে।’

বুকিং কীভাবে?

ospreyindia.com – এই ওয়েবসাইটে গিয়ে এই একদিনের জাহাজ-ভ্রমণ বুক করা সম্ভব।

ছবি, ভিডিয়ো ও রিপোর্ট: তাপস প্রামাণিক

Source: https://eisamay.indiatimes.com/west-bengal-news/kolkata-news/daily-water-transport-service-from-kolkata-to-gangasagar-started-on-friday-know-fare-timings-and-details/articleshow/74506560.cms